ওয়েব ডেস্ক, বিহার, ৩০ মেঃ সামনেই বিহারে ভোট। সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রোহতাসে একটি জনসভাও করেন তিনি।এর মধ্যেই বিপত্তি।খোদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি (Threat) দিয়ে মেসেজ পাঠিয়ে গ্রেপ্তার হয়েছেন ওই ব্যক্তি৷ তার দাবি, জমি বিবাদের জেরে কাকাকে ফাঁসাতে চেয়ে এই কাণ্ড করেছে৷ বিহারের ভাগলপুর থেকে গ্রেপ্তার হওয়া বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির নাম সমীর কুমার রঞ্জন৷ সুলতানগঞ্জ থানা এলাকার মহেশী গ্রামের বাসিন্দা৷ ভার্চুয়াল প্রাইভেট নেটওর্য়াক -এর মাধ্যমে ওই ব্যক্তি কাকার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীকে হত্যার মেসেজ পাঠিয়েছিল ৷
প্রধানমন্ত্রী গতকাল দু’দিনের সফরে বিহারে এসেছেন৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি মেসেজ পাঠানো হয়৷ স্বভাবতই নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তৎপর হয়ে ওঠে৷ সঙ্গে সঙ্গে তদন্তে নামে এনআইএ, ইন্টেলিজেন্স ব্যুরো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই মামলার তদন্তভার বর্তায় বিহারের ভাগলপুর জেলার পুলিশের উপর ৷ চার ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত সমীর কুমার রঞ্জনকে গ্রেফতার করে৷ সে তার কাকার মোবাইল থেকে এই মেসেজ পাঠিয়েছিল বলে তদন্তে জানা যায়৷ভাগলপুরের ডিএসপি জানিয়েছেন, কয়েকটি নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সমীরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে৷ তদন্তকারীরা সিম কার্ড এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পরীক্ষা করে এই চক্রান্ত প্রমাণ করেছেন৷ অভিযুক্তের কাছ থেকে ওই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের এক আধিকারিকের আরও দাবি, জেরার মুখে অভিযুক্ত সমীর জানায় ,জমি নিয়ে কাকা মন্টু চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ঝামেলা চলছে৷ কাকাকে ফাঁসাতে পিএমও-র হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছে৷ এদিকে মন্টু চৌধুরী জানান, তিনি একজন সাধারণ কৃষক৷ দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেনদ৷ তাঁর মোবাইলটিও হাল আমলের নয় ৷
এসএসপি হৃদয়কান্ত বলেন, এই ধরনের হুমকি জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক৷ পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলির কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ৷ দোষীকে রেহাই দেওয়া হবে না৷ সমীর রঞ্জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ বিস্তারিত তদন্ত চলছে৷
Sabina bitorko চাকরি দলের ছেলেদেরই দেব, বিতর্কে সাফাই মন্ত্রী সাবিনার
Today, I went to the beach front with my children. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!
me encantei com este site. Pra saber mais detalhes acesse o site e descubra mais. Todas as informações contidas são informações relevantes e únicos. Tudo que você precisa saber está ta lá.
Some really fantastic blog posts on this web site, appreciate it for contribution.
buy amoxil pills for sale – buy cheap amoxicillin amoxil pill
diflucan 100mg for sale – https://gpdifluca.com/# forcan pill
buy cenforce 50mg online cheap – https://cenforcers.com/# cenforce online
cialis cost at cvs – https://ciltadgn.com/ what happens if you take 2 cialis
what doe cialis look like – on this site tadalafil 40 mg with dapoxetine 60 mg
can you buy viagra in thailand – this cheap generic viagra india
Thanks on putting this up. It’s well done. amoxil para pollos
I couldn’t weather commenting. Warmly written! https://buyfastonl.com/furosemide.html