Sabhapati | তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের বানচাল পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন

Sabhapati | Trinamool factionalism

ডিজিটাল বেঙ্গল, কালিয়াচক, ৩০ মে: মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জীর হুঁশিয়ারির পরও চরমে মালদহে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সভাপতিহীন কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতি। তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে সভাপতি (Sabhapati) গঠন প্রক্রিয়া থমকে রয়েছে এক বছরের বেশি সময় ধরে বলে দাবি বিরোধীদের।

দেখুন ভিডিও > তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বানচল কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন, বঞ্চিত সাধারণ মানুষ

বৃহস্পতিবার সভাপতি (Sabhapati) গঠন প্রক্রিয়া থাকলেও আইনশৃঙ্খলার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। এদিকে তৃণমূলের ওজনদার নেতা, নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বার বার করে স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সরব বিরোধী থেকে শুরু করে তৃণমূলেরই একাংশ। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সভাপতি গঠন না হওয়ায় উন্নয়ন থমকে গিয়েছে কালিয়াচক ১ব্লকে। অস্বস্তিতে পড়েছে মালদা জেলা তৃণমূল।

কালিয়াচক ১ ব্লক পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪২টি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ২৫টি, কংগ্রেস ১৬টি এবং মিম পেয়েছিল ১টি আসন পায়। সে সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হন তৃণমূলের তসলিমা খাতুন। কিন্তু লোকসভা ভোটের গণনার দিন অসুস্থ হয়ে তিনি মারা যান। তারপর থেকেই পঞ্চায়েত সমিতি সভাপতিহীন হয়ে রয়েছে।সহকারী সভাপতি তৃণমূলের আলিউল শেখ পঞ্চায়েত সমিতি পরিচালনা করছেন।

তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন সভাপতি গঠন হয়নি? কালিয়াচকের তৃণমূলের একাংশের দাবি, সভাপতি নিয়ে দলের অন্দরে উঠে আসে দুটি নাম। এর মধ্যে মোজমপুরের এক সদস্য রয়েছেন। তাঁকে সভাপতি করতে তৎপর তৃণমূলের জেলার এক ‘ওজনদার’ নেত্রী। সে নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের। জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন। এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা

সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।কলকাতা হাইকোর্ট ২৯ মে সভাপতি গঠনের নির্দেশ দেয়।সেইমতো প্রশাসনিক স্তরে প্রস্তুতিও শুরু হয়ে যায়। তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন।

উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কংগ্রেসের মহম্মদ নাসিউল শেখ বলেন,“আইনশৃঙ্খলা অজুহাত দেখিয়ে তৃণমূলের এক ওজনদার নেতৃত্বের কথায় সভাপতি গঠন বাতিল করা হয়েছে। সভাপতি না থাকায় উন্নয়ন থমকে গিয়েছে। কোটি টাকা পড়ে রয়েছে। এমনকি, একবছরে পঞ্চায়েত সমিতির অধীনে মাত্র একটি দুয়ারে সরকার শিবির হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল কেন ভুগতে হবে কালিয়াচকের মানুষকে, প্রশ্ন তাঁর।

তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ সারিউল শেখ বলেন, আমাদের এখানে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিষয়টি দলের জেলা নেতৃত্ব দেখছেন।

অন্যদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিন টেলিফোনে জানান, এক বছর পরও কেন সভাপতি গঠন হচ্ছে না, এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। ব্লক সভাপতি এবং জেলা সভাপতি বলতে পারবেন। এছাড়া এটি একটি প্রশাসনিক বিষয়।বিডিও এবং আইসি বিষয়টি জানেন। এরপরেই ফোন কেটে দেন সাবিনা।

SSC প্রকাশিত হল এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি

 

18 thoughts on “Sabhapati | তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের বানচাল পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন

  1. Excellent blog! Do you have any tips for aspiring writers?
    I’m planning to start my own site soon but I’m
    a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a
    paid option? There are so many options out there that I’m completely confused ..
    Any ideas? Bless you!

  2. Their customer assist can also be available to assist with any inquiries, making your buying expertise clean and reliable. There isn’t any particular time of day that is greatest for Stanozolol (Winstrol), and it will vary depending in your coaching schedule or performance. With a half-life of around 9 hours, oral Stanozolol (Winstrol) doesn’t must be break up into a quantity of every day doses like some other steroids. Your level of expertise and your objectives will largely decide the dose you are snug with.
    In that case, you’re not prone to see much of Winstrol’s hardening or different effects, and you’d be higher off operating a longer cutting or fat-burning cycle before considering Winny. Girls who use Winstrol should stick with 5mg/day and thoroughly monitor unwanted side effects. If you’re not a fan of injecting, then that alone might be enough to have you ever looking at Winstrol oral instead, regardless of some of these advantages of Winstrol Depot. Winstrol is the preferred and well-known model name for the androgen and anabolic steroid Stanozolol. It is a by-product of dihydrotestosterone (DHT), which makes Winstrol just like testosterone. Importantly, Winstrol is considered to have a extra highly effective anabolic to androgenic effect in contrast with testosterone. If your order is from the U.S, we’ll ship your package deal within a three to 10 day time-frame.
    The results confirmed 1-androstene-3b-ol-17-one to be considerably more highly effective than it would seem structurally. The 9 males gained an average lean mass of 10.four lbs and an increase in energy of ninety two.2 lbs in whole load on bench/squat/deadlift. The researchers concluded that the prohormone supplement contributed to robust enhancements in muscle mass and power in resistance educated.
    This cardiovascular side effect is especially notable on Winstrol due to it being an oral steroid and thus hepatic lipase being stimulated in the liver, which can trigger additional reductions in HDL ldl cholesterol. However, it remains an FDA-approved medicine for the therapy of hereditary angioedema due to its capability to extend C1 esterase inhibitor (C1INH) and C4 proteins (1). Sufferers, nonetheless, are positioned on the lowest possible effective dose, which is indicative of Winstrol’s poisonous nature. If the description does not specify an oil-based Winstrol Depot, you should assume the product is a normal water-based injection. This makes the hair from each follicle thinner and shorter; over time, the follicle dies, which implies no extra hair development.
    HCG is predominantly used for its capability to revive sperm manufacturing rather than to recuperate endogenous testosterone by itself. Anabolic steroids, when used by females, result in the development of male bodily features. Girls can use Winstrol at very low doses with little or no threat of those virilizing side effects, however at doses of 15mg or more every single day, a female runs a excessive danger of changing into more masculine in some ways. Although she won’t turn into a man, this highly effective androgen, when used at excessive doses or for too lengthy, will take away femininity and trigger a girl to look and sound very different.
    DHT can also be an endogenous androgen sex steroid produced naturally in the physique by way of the conversion of testosterone. If you’re lucky sufficient to acquire pharma-grade https://pedselite.com/winstrol-steroid-benefits-dosage-cycling-facts-and-many-side-effects/29985/, you are assured you’ve obtained the greatest quality Winstrol out there. Argentina, Paraguay, Greece, and Spain are additionally places for pharma-grade Stanozolol manufacturing.
    Common unwanted facet effects of Winstrol embrace liver toxicity, cholesterol imbalance, and suppression of pure testosterone production. To mitigate these dangers, it is crucial to monitor liver perform often via blood tests and incorporate liver help supplements corresponding to milk thistle or N-acetylcysteine. Moreover, maintaining a healthy way of life with a balanced diet and common exercise can help reduce the impression of Winstrol on cholesterol levels.
    Although a Winstrol-only cycle is not a typical selection for male users, PCT is still required should you do go this route. A high quality phase of Clomid PCT following a Winstrol cycle is, subsequently, critical. Winstrol may be stacked with the powerful fat-burning steroid Anavar and the superb fats burner Clenbuterol for a purely fat-burning cycle. When used on its own or with another steroid compound that isn’t a fat burner specifically, your fats loss results will tremendously depend upon your food plan and train. Most folks using Winstrol for contest preparation or physique modeling will already be lean.
    Winstrol and any anabolic steroid could simply speed up thinning throughout supplementation, which can typically be reversed post-cycle if customers spend adequate amounts of day off in between dosing. Nevertheless, in real-life phrases, this doesn’t correlate, with users experiencing androgenic effects in our expertise. Typically, the more androgenic a steroid is, the better the fat loss shall be, with Trenbolone being comparable on this regard. Professional sportspeople and amateurs alike are increasingly inquiring about using legally out there anabolic steroids.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *