BSF Jawan | দেশে ফিরলেন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান

BSF Jawan

ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১৪মেঃ অবশেষে দেশে ফেরা। চাপে পড়ে ২০দিন আটক বিএসএফ জওয়ান জওয়ান পূর্ণমকুমার সাউকে ছেড়ে দিল পাকিস্তান। বুধবার বুধবার সকাল সাড়ে ১০ নাগাদ পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় । বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স৷ এতদিন পর জওয়ানকে ফিরে পেয়ে স্বস্তিতে রিষড়ার সাউ পরিবার৷ কেন্দ্র ও বিএসএফকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা ৷

কনস্টেবল পূর্ণম ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন৷ সেদিন পাক রেঞ্জার্স তাকে আটক করে। এরই মধ্যে কাশ্মীরে পর্যটকদের জঙ্গিরা হত্যা করলে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়। দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হলে ওই বিএসএফের দেশে ফেরা নিয়ে উদ্বেগের কালো মেঘ তৈরি হয়। অবশেষে ভারত ও আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান। ২০ দিন পর ছেড়ে দেওয়া হয় আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ    তিনি দেশে ফিরলেন৷ এই বিষয়ে বিএসএফের একজন মুখপাত্র জানান যে, জওয়ান পূর্ণমকে দেশে ফেরানোর হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে । পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে নিয়মিত গুরুত্বপূর্ণ বৈঠক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিএসএফের ধারাবাহিক প্রচেষ্টার ফলে বিএসএফ কনস্টেবলকে ফেরানো সম্ভব হয়েছে । পূর্ণমকে দেশে ফেরানোর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার৷ এর জন্য পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷

তাঁর পরিবারের এক সদস্য বলেন, আজ আমরা খুবই খুশি। পূর্ণমকে নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। গত দু-সপ্তাহ আমরা নির্ঘুম রাত কাটিয়েছি৷ প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তায় কেটেছে৷ আমরা ওর সুস্থতা নিয়ে ক্রমাগত উদ্বিগ্ন ছিলাম৷ এখন আমরা এখন পূর্ণমের সঙ্গে কথা বলার এবং তাঁকে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

রাজ্যের বিএসএফ জওয়ানকে ফিরে পেয়ে খুশি তৃণমূল৷ এক্স পোস্টে দলের তরফে লেখা হয়েছে, অবশেষে বাড়ি ।কয়েকদিনের উদ্বেগ ও অনিশ্চয়তার পর, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে দেশে ফিরে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তাঁর স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন৷ এই কঠিন সময়ে তাঁকে আশ্বাস ও সহায়তা প্রদান করেছেন । আমরা পূর্ণমকে তাঁর সহ্য করা মানসিক আঘাত থেকে সম্পূর্ণ আরোগ্য কামনা করি এবং আশা করি তিনি তাঁর প্রিয়জনদের কাছে ফিরে এসে শান্তি পাবেন ।

Erosion | মানিকচকে ভাঙনরোধের কাজে অসন্তোষ সাংসদ ইশা খানের

One thought on “BSF Jawan | দেশে ফিরলেন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *