ওয়েব ডেস্ক, মালদা, ১০ এপ্রিল—১০১ কেজি ওজনের বিশালাকার লাড্ডূ। শুনতে অবাক লাগছে তো। যদি আপনি এই লাড্ডু চাক্ষুষ করতে চান, তবে আপনাকে যেতে হবে ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর হনুমান মন্দিরে। শুধু এই বছর নয়, প্রতিবছরই এমন ভোগ নিবেদন করা হয় মারুতিনন্দন হনুমানকে।
আজ হনুমান জয়ন্তী। প্রতিবছরের মতো এইবছরও দিনটি সাড়ম্বরে পালন করা হয় ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর হনুমান মন্দিরে। এদিন সকালে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরজুড়ে এ শোভাযাত্রা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় যেখানে আড়াইশো থেকে ৩০০ মহিলা কলসযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও হনুমানজীর ভক্তরা এদিন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। নদী থেকে জল নিয়ে এসে মন্দিরে অবস্থিত হনুমান মূর্তির অভিষেক করা হয়। চলে পুজো অর্চনা।আগামীকাল অর্থাৎ শুক্রবার মন্দির প্রাঙ্গণে অখন্ড রামায়ণ পাঠ অনুষ্ঠিত হবে।পরের দিন অর্থাৎ শনিবার সোয়ামনি ভোগ, ৫৬ ভোগ ছাড়াও ১০১ কেজি লাড্ডু প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় ভজন কীর্তন মাধ্যমে পুজোর সমাপ্তি হবে।