ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ৮ এপ্রিল– পাঁচদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। সেই নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে মামলার শুনানি হবে আজ। এসএসসিতে নিয়োগে শূন্যপদ তৈরির ক্ষেত্রের সিবিআই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছিল তা বহাল থাকবে কিনা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে আজ তা চূড়ান্ত হবে ৷
এসএসসি মামলায় সুপার নিউমেরিক পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাইকোর্ট । রাজ্য সরকারের তৈরি এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশও দেয় আদালত ৷ প্রয়োজনে এই পোস্ট তৈরির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি দেওয়া হয়েছিল আদালতের তরফে৷
হাইকোর্টের রায়ের পর ক্যাবিনেটের তৈরি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক ৷ যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সুপার নিউমার পোস্টে রাজ্য সরকারের তরফে একটি চাকরিও দেওয়া হয়নি৷ এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার ৷ এই সংক্রান্ত মামলায় এতদিন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ আজ তারই শুনানি রয়েছে। শীর্ষ আদালত আজ এই বিষয়ে কী নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে সবার৷এদিকে, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি হারানোয় কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ৷ চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর সুপ্রিম কোর্টকে প্যানেল বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ সবমিলিয়ে রাজ্যের একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে আজ ফের অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ৷ সুপ্রিম কোর্টে শুনানি
অতিরিক্ত পদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ
