মালদা শহরে আবার শুট আউট

ডিজিটাল বেঙ্গল টিভি, মালদা, ওয়েব ডেস্কঃ মালদায় শুট আউট। এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল দুই রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যাক্তি। মালদহের ইংলিশ বাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাই চার জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত উত্তম মন্ডল এই ঘটনার পর থেকে পলাতক। জানা গেছে গতকাল হোলির রাত্রে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল। ঠিস সেই সময় তিনি দেখতে পান একদল যুবক ঝামেলা করছে। কি হয়েছে বলতে গিয়েই নেমে আসে বিপদ। এরপরই পকেট থেকে বন্দুক বের করে উত্তম মন্ডল পরপর দুই রাউন্ড গুলি করে বলে অভিযোগ। বাম হাতে গুলি লাগে বিল্পব ঘোষের। এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে এই প্রথম এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ আতঙ্কিত।
এলাকাবাসীদের অভিযোগ এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই নেশার আখরা বাড়ছে। তারা আতঙ্কে আছেন। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট। মালদায় শুট আউট । মালদায় শুট আউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *