লোকসভায় পাশ বিদেশি নাগরিক বিল

ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ২৮ মার্চঃ লোকসভায় পাশ হয়ে গেল নতুন অভিবাসন ও বিদেশি নাগরিক বিল ২০২৫। প্রায় ঘণ্টা তিনেকের আলোচনার পর বৃহস্পতিবার লোকসভায় পাশ হয় নতুন এই অভিবাসন বিল৷ এর আগে বিলটি নিয়ে আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কোনও ধর্মশালা নয়। আলোচনা পর্বের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ভারতে যাঁরা পর্যটক হয়ে কিংবা শিক্ষার জন্য আসবেন তাঁদের স্বাগত। চিকিৎসা করাতে কিংবা ব্যবসার কারণে এদেশে এলেও তাঁদের অভ্যর্থনা জানানো হবে। কিন্তু জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে, এমন কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না ৷
এই প্রসঙ্গে তৃণমূল ও অসমের পূর্ববর্তী কংগ্রেস সরকারের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর বক্তৃতায় উঠে আসে রোহিঙ্গা ও বংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গ৷ তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করা হলেও, আসল অপরাধী পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং অসমের পূর্ববর্তী কংগ্রেস সরকার৷ অসম এবং পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ভারতে প্রবেশের অনুমতি পায়৷ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে ভুয়ো নথিও পৌঁছে যাচ্ছে৷ একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলে অনুপ্রবেশের সমস্যা শেষ হবে ৷
বৃহস্পতিবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ বিরোধী সদস্যদের আনা বিভিন্ন সংশোধনী বাতিল হওয়ার পর বিলটি পরে ধ্বনি ভোটে পাশ হয়। বিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, কেউ ভারতে প্রবেশ বা দেশে থাকার জন্য বা দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাল পাসপোর্ট বা ভিসা ব্যবহার করলে তাকে ৭ বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বিলটিতে ভারত ভ্রমণকারী প্রত্যেকের উপর কড়া নজরদারি নিশ্চিত করারও চেষ্টা করা হয়েছে ৷ পাশ বিদেশি নাগরিক বিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *