ইজরায়েলি হানায় নিহত তিন সাংবাদিক

নিহত তিন সাংবাদিক

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ৮এপ্রিলঃ ইজরায়েলি হামলার শিকার সাংবাদিক। সোমবার ভোরে গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার ভোরে বর্বর হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তাঁবুতে আগুন ধরে গেলে গুরুতরভাবে জখম হন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। পরে তিনি মারা যান। হামলায় মৃত্যু হয় হেলমি আল-ফাকাবি ও ইউসুফ আল-খাজানদার নামে আরো দুই সাংবাদিক। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, গতকাল দিনভর গাজায় হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। দেইর আল–বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকেন প্যালেস্টাইনের ওপর হামলা চালিয়ে জাচ্ছে বেঞ্জামিন নেতানইয়াহুর দেশ ইজরায়েল। পৃথিবীর বিভিন্ন দেশ এই হামলার ঘটনার নিন্দা করেছে। প্রায় দুই বছর ধরে শুরু হওয়া এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজারের বেশি মানুষ।এর মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যাও যথেষ্ট বেশি। ঘরছাড়া লক্ষাধিক মানুষ। যুদ্ধ বন্ধ করতে এর আগে একাধিকবার দুই দেশ আলোচনায় বসেছে। এমনকি আক্রমণ বন্ধ না হলে ইজরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে বিভিন্ন দেশ। মাঝেমধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ীভাবে হামলা বন্ধ হয়নি। এরই মধ্যে ফের তিন সাংবাদিক নিহত হওয়ার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। নিহত তিন সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *