ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১৬ এপ্রিলঃ Mamata Banerjee. ওয়াকফ আইন নিয়ে উত্তাল দেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় এই আইনের প্রতিবাদে ডাকা আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করে। মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুরের মতো এলাকায় চলে অবাধে লুটপাট ও ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় রাজ্য পুলিশকে। এমনকি আন্দোলনকারীদের একাংশের রোষের মুখে পড়তে হয় পুলিশকর্মীদেরকেও। ঘরছাড়া হয়ে বহু মানুষ আশ্রয় নেন মালদা জেলাতে।বর্তমানে অবশ্য পরিস্থিতি শান্ত রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, বাংলায় ওয়াকফ আইন কার্যকরী করতে দেওয়া হবে না। এমনকি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। সেই মামলার শুনানি রয়েছে আজ।
এই পরিস্থিতিতে রাজ্যের সংখ্যালঘুদের মন পেতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম ও মোয়াজ্জিমদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ১২ টা নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা।
সূত্রের খবর। বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন ওয়াকফ আইন নিয়ে অযথা বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রের বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে এই এই আইন নিয়ে এসেছে। কিন্তু এই রাজ্যে এই আইন লাগু করতে দেওয়া হবে না।পাশাপাশি আন্দোলনের নামে মানুষ যাতে নিজের হাতে আইন তুলে নিয়ে হিংসাত্মক না হয়ে ওঠেন, সেই বার্তাও দিতে পারেন। নিজের এই বার্তা সাধারণ মানুষ ও সংখ্যালঘু সমাজের মধ্যে পৌছে দিতেই রাজ্যের ইমাম মোয়াজ্জেমদের সাহায্য নিতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। Mamata Banerjee
ইমাম মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী Mamata Banerjee
